• August 062023
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে “চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় বিজ্ঞান ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা, প্রেক্ষিত বাংলাদেশ”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

...

রবিবার পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিজ্ঞান বিষয়ক নানা অনুষ্ঠানমালা শেষ হয়েছে। আয়োজনের দ্বিতীয় ও সমাপনী দিনে পিইউবি’র শিক্ষার্থীদের উদ্যোগে বিজ্ঞান মেলায় বিজ্ঞানের নানা প্রোজেক্ট প্রদর্শিত হয়। বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী উৎসাহ ভরে উপস্থাপিত উদ্ভাবন নিয়ে খুঁটিনাটি প্রশ্ন করে তাদের কৌতূহল নিবৃত করেন। এছাড়া উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী দিনভর ৪-ডি মুভি ও মিউজিয়াম বাসের ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে “চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় বিজ্ঞান ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা, প্রেক্ষিত বাংলাদেশ”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মুল বক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক জনাব মোহাম্মাদ মুনীর চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর প্রফেসর ও পুণ্ড্র ইউনিভার্সিটির বিওটি সদস্য জনাব ড. মোহাঃ হাছানাত আলী সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমেদ চিশতী,পুণ্ড্র ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল, পুণ্ড্র ইউনিভার্সিটি বিওটির ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মতিউর রহমান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব জনাব মুহঃ ফজলুর রহমান।

হোসনে আরা বেগম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক জনাব মোহাম্মাদ মুনীর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও তাঁর এইরকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন। সাবেক সচিব জনাব মুহঃ ফজলুর রহমান বলেন বিজ্ঞান একটি নির্মোহ ও নিরপেক্ষ বিষয়। তিনি বিজ্ঞান শিক্ষায় ছাত্র-ছাত্রীদের অধিকতর কৌতূহলী হতে উৎসাহ দেন। প্রধান অতিথি ও মুল বক্তা সেমিনারে ছাত্র ছাত্রীদের বিজ্ঞান চর্চায় অধিকতর মনোযোগী হতে বলেন। তিনি বলেন মুখস্ত করে বিজ্ঞান চর্চা সম্ভব নয়। এজন্যে সৃজনশীলতার উপরে তিনি গুরুত্ব আরোপ করেন। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বিজ্ঞান চর্চার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর জোর দেয়া জরুরী বলে তিনি উল্লেখ করেন। 

প্রযুক্তি বিশেষত মোবাইল ফোন ব্যবহারে তিনি ছাত্র-ছাত্রীদের সংযমী হতে বলেন। অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন ব্যবহারের ক্ষতি সম্পর্কে তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন হতে বলেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা, উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিতকরণ ও সুস্থ বিনোদন নিশ্চিতকল্পে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি,বগুড়া এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের যৌথভাবে এ আয়োজন করেছে।

Related Seminars